বান্দরবানে গ্রেপ্তার জঙ্গিদের কারাগারে পাঠিয়েছেন আদালত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৩৬ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৩৬
বান্দরবানের দুর্গম থানচি উপজেলা থেকে গ্রেপ্তার হওয়া ২০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার রাতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত) আদালতে আসামিদের হাজির করা হলে তাদেরকে বান্দরবান কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত মঙ্গলবার র্যাবের অভিযানে থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ জন ও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সমঞ্জাম, নগদ ৭ লাখ টাকাসহ ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত বুধবার রাত ১১টা ৪৫মিনিটে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত) এর বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী মার্চ মাসের ৬ তারিখ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের আদালতে হাজির করার দিন ধার্য্য করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী ২০১৩) আইনে নতুন জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩১ জনের নামে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে বান্দরবানের থানচি থানায় একটি মামলা দায়ের করেন।
থানচি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক জানান, র্যাবের হাতে আটক ২০ জন আসামিকে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।