ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রোগী পরিবহনের নামে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার, গাঁজাসহ আটক ৬

রোগী পরিবহনের নামে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার, গাঁজাসহ আটক ৬

গ্রেপ্তার কয়েকজন - সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৫৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৫৭

রোগী পরিবহনের নাম করে মাদক পাচারের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি অ্যাম্বুলেন্স থেকে ৩৯ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব-১১।

বুধবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট চেকপোস্ট থেকে এসব জব্দ করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সটির চালক মো. সাইদুল ইসলাম (৩২) ও মুন্না হোসেন নামের দু'জনকে আটক করা হয়। ওই দিন বিকেলে বিশনন্দী ফেরিঘাটের ফলপট্টি থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় চারজনকে। 

বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. রিজওয়ান সাঈদ জিকু।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় বিশনন্দী ফেরিঘাটের চেকপোস্টে অ্যাম্বুলেন্সটি আটকের পর তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় রাখা ৩৯ কেজি গাঁজা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে আটক সাইদুল ও মুন্না জানান, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবে মাদক পরিবহন করে আসছেন। আটক সাইদুল কুমিল্লার হোমনা থানার গানিয়াচরের বাসিন্দা। মুন্নার বাড়ি লাকসামের পশ্চিমগাঁও।

ওই দিন বিকেলে ফলপট্টি থেকে আটক চারজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তাদের মধ্যে মো. শাকিল (৩৮) সদর উপজেলার ছৈবাড়িয়ার, খাদিজা বেগম ওরফে জান্নাত (৩০) উলচাপাড়ার, বাসনা আক্তার (৩২) কসবার ও ফুলবানু বেগম (৪০) আখাউড়ার কলেজপাড়ার বাসিন্দা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ওই ছয়জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এতে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×