আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে হবে: মাশরাফি

সমাবেশে বক্তব্য রাখছেন মাশরাফি। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৩৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৩৮
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা কে পেলেন সেটা বড় কথা নয়, বিগত সময়ে যেভাবে নড়াইলের ১ ও ২ আসন শেখ হাসিনাকে উপহার দেওয়া হয়েছে। তেমনি করে আগামী নির্বাচনেও নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
মাশরাফি বলেন, আমার নির্বাচনী সময়ের চার বছর শেষ হয়েছে। এর মধ্যে দুই বছর করোনার কারণে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। আমার পরিবারের ১৬ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা কমে গেলে আমরা আমাদের কার্যক্রম পুনরায় শুরু করি। নড়াইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শেষ হয়েছে, আরও চলমান রয়েছে। নড়াইলবাসীর কোনো দাবি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিরিয়ে দেননি।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গোলাম নবী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল প্রমুখ। বাসস
- বিষয় :
- মাশরাফি
- শেখ হাসিনা
- নড়াইল