গফরগাঁওয়ে বসন্তবরণ অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি

গফরগাঁও সরকারি কলেজ মাঠ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:০৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:০৪
উপজেলা নির্বাাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আগামীকাল মঙ্গলবার পহেলা ফাল্গুন উৎযাপন উপলক্ষে গফরগাঁও সরকারি কলেজ মাঠে 'আলোর পথে' সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, 'স্বপ্নচর সমাজকল্যাণ সংস্থা' ও কলেজ কর্তৃপক্ষ পৃথক পৃথকভাবে বসন্তবরণ ও পিঠা উৎসব, বিনামূল্যে চক্ষুশিবির, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বসন্তবরণ উৎসব আয়োজন করেছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবিদুর রহমান গফরগাঁও সরকারি কলেজ মাঠ ও এর চারপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ বলেন, পহেলা ফাল্গুন উদযাপন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী বর্ষবরণ ও পিঠা উৎসবের আয়োজন করে। কিন্তু তাদের না জানিয়ে আরও দুটি সংগঠন কলেজ মাঠে অনুষ্ঠানের নামে প্রচারণা চালায়। এরপর প্রশাসনের ১৪৪ ধারা জারির চিঠি পেয়ে তাদের কর্মসূচি স্থগিত করেন।উপজেলা নির্বাাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবিদুর রহমান বলেন, সোমবার বিকেল ৫টা থেকে পরদিন মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত গফরগাঁও সরকারি কলেজ মাঠ ও আশাপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।