ভালোবাসা দিবসে প্রতিবন্ধী ব্যক্তিকে দোকান উপহার

প্রতিবন্ধী ব্যক্তিকে উপহার হিসেবে দেওয়া দোকানের সামনে উৎস সোশ্যাল অর্গানাইজেনের সদস্যরা। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৩৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৩৬
বিশ্ব ভালোবাসা দিবসে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে দোকান উপহার দিয়ে ভালোবাসার এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করল ফরিদপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
উৎস সোশ্যাল অর্গানাইজেশন নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে শারীরিক প্রতিবন্ধী মো. শফিকুল ইসলামকে (৪৯) একটি দোকান ঘর উপহার দেন ।
জানা যায়, জন্মের কয়েকমাস পরে শফিকুল ইসলাম অসুস্থ হলে তার মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেয়। বর্তমানে তিনি সংসারে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন। কানাইপুর বাজারে ছোট একটা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন শফিকুল, কিন্তু পুঁজির অভাবে দোকানে পর্যাপ্ত মালামাল তুলতে পারেন না। এই অসহায় পরিবারের কথা উৎস সোশ্যাল অর্গানাইজেশনের কাছে একজন তুলে ধরেন। তারপর সংগঠনটি থেকে তার জন্য কিছু করার উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় উৎসর সভাপতির দিদারুল ইসলাম বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবসটা উদযাপন হোক অন্য রকম’ এই স্লোগানকে সামনে রেখে ভালোবাসা দিবস এমনই হওয়া উচিত, কাউকে ভালো থাকার অবলম্বন তৈরি করে দেওয়া। তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা তাকে আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার জন্য চেষ্টা করেছি। তার দোকান সাজিয়ে দিয়েছি প্রয়োজনীয় পণ্য দিয়ে।
তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে এই সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়াই। তাদের সুন্দরভাবে বেঁচে থাকার একটা অবলম্বন তৈরি করে দেই। এভাবে আমরা ভালোবাসা প্রকাশ করি, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করি।