ধামইরহাটে ২টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর ধামইরহাটে উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:৪৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:৪৬
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে দুটি কষ্টিপাথরের মূর্তি ও একটি শিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করেছে পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা। মূর্তি দু’টির আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৈগ্রামে নাওয়াল আদিবাসী পাড়ায় জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চকচন্ডি বিওপির সীমান্ত পিলার ২৬৩/৫-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৮০৪৮৩৫,মানচিত্র-৭৮সি/১৬) সীমান্তবর্তী কৈগ্রামে নাওয়াল আদিবাসী পাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছে-এমন তথ্যের ভিত্তিতে চকচন্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পরে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা। উদ্ধার হওয়া একটি মূর্তির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা। আরেকটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।এছাড়া একই জায়গা থেকে একটি শিবলিঙ্গ সাদৃশ্য ৪৫ কেজি ওজনের একটি পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- বিষয় :
- নওগাঁ
- ধামইরহাট
- কষ্টি পাথরের মূর্তি
- শিবলিঙ্গ