ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জজের গাড়িচালককে লাঞ্ছিত

মাদারীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মাদারীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০৯

মাদারীপুর জেলা ও দায়রা জজের গাড়িচালককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আটকে রাখায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই গাড়িচালকের নাম হাফিজুর রহমান। আজ বুধবার দুপুরে তিনি মামলাটি করেন।

মামলায় সরকারি কাজে বাধা দান এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের মাইক্রোবাস চালিয়ে বের হচ্ছিলেন হাফিজুর। বিপরীত দিকের গাড়িতে চালকের আসনে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা। সংকেত না দিয়ে উল্টোপথে প্রবেশ করেন তিনি।

এর প্রতিবাদ করায় হাফিজুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁকে দুই ঘণ্টা আটকে রাখেন হাজরা। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন।

এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাফর আলী মিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আশা করি আদালত ন্যায়বিচার করবেন।

এদিকে এসব অভিযোগের বিষয়ে হাজরা বলেন, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না।

আরও পড়ুন

×