ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘মোটরসাইকেল কিনে না দেওয়ায়’ যুবকের আত্মহত্যা

‘মোটরসাইকেল কিনে না দেওয়ায়’ যুবকের আত্মহত্যা

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৭

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে কাজল (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার কালাপাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাজল ওই গ্রামের মওলা মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেল কেনা নিয়ে বাবার সঙ্গে কাজলের মনোমালিন্য হয়। পরে সে গ্রামের মাঠে বিষপান করে। বিকেলে কৃষকরা মাঠে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলী জানান, কাজলের মা কয়েকমাস আগে সাপের কামড়ে মারা যায়। তার বাবা একজন দিনমজুর। দীর্ঘদিন ধরে সে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা দাবি করছে। শুক্রবারও সে টাকা চাইলে তার বাবা এক লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু সে আরও দামী মোটরসাইকেল কিনতে চাইলে তার দিনমজুর বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এ ঘটনায় বাবার ওপর অভিমানে কাজল বিষপানে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×