মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ১১:১১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছ শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ঘটনাস্থলে এসে আশ্বস্ত করলেও এখনও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনের মাঠে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফিরোজ আনামকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মাথা ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কী ছিনিয়ে নিয়েছে, তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেঁচামেচি শুনে কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গেলে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে মাদার বখশ হলের সামনে দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হায়দার বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, বিষয়টি শিগগির তারা ব্যবস্থা নেবে।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- রাবি
- অবরোধ