ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:২৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:২৯
মঙ্গলবার পিরোজপুরের জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্ত স্বাধীন প্রিয় মাতৃভূমিতে ফিরে এসে ১২ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করেন এবং ১৩ জানুয়ারি মন্ত্রী সভার প্রথম বৈঠকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' গানটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। একই সভায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'চল চল চল, উর্ধ্ব গগনে বাজে মাদল' গানটিকে রণসংগীত করা হয়। বঙ্গবন্ধুই প্রথম ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।
তিনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জেলে আটক থাকাবস্থায় অনশন করেন এবং সরকারের জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল করার জন্য আন্দোলনে জড়িতদের অনুপ্রাণিত করেন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়। এর পিছনে ব্যাপক অবদান রাখেন সে সময়ের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রতিবছর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে আমাদের প্রিয় মাতৃভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সর্বত্র, বিশেষ করে সরকারি অফিসগুলোতে দাপ্তরিক কাজ বাংলায় সম্পন্ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় উচ্চ আদালতেও বাংলায় মামলার রায় লেখা হচ্ছে। কখনও কখনও ইংরেজিতে রায় লিখলেও তা আবার বাংলায় কনভার্ট হচ্ছে।
সভা শেষে তিনি মহান ভাষা আন্দোলনে সরাসরি অংশ নেওয়া পিরোজপুরের মৃত জালাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোপাল বসু প্রমুখ।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সোমবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজমসহ মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।