পুকুরে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার, বাড়িতে শিবলিঙ্গের মূর্তি

উদ্ধার হওয়া পিলার ও মূর্তি
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৩১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৪০
দিনাজপুরের বিরামপুর পৌরশহরে একটি পুকুর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮১৮ সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বাড়ি থেকে পাথরের শিবলিঙ্গের মূর্তি পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় একটি পুকুর থেকে পিলারটি উদ্ধার করা হয়। এদিন উপজেলার দোসরা পলাশবাড়ী এলাকার একটি বাড়ি থেকে শিবলিঙ্গের মূর্তিটি পাওয়া যায়।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বাবু বলেন, জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে কয়েকজন জেলে মাছ ধরার জন্য নামেন। এ সময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে। জালটি পাড়ে ওঠানোর পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি বলেন, এদিকে একই সময় উপজেলার দোশরা পলাশ বাড়ি এলাকায় শ্যাম বর্মনের বাড়ি থেকে একটি পাথরের শিবলিঙ্গের মূর্তি পাওয়া গেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সীমানা পিলার ও একটি শিবলিঙ্গের মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। পরে আইন অনুযায়ী প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হবে।