অর্ধশত বাড়িতে অগ্নিসংযোগ
এসপি বললেন, ১৬ বছরের চাকরি জীবনে এমন ঘটনা দেখিনি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৪
বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে হত্যা এবং এর জেরে পুড়িয়ে দেওয়া অর্ধশত বাড়িঘর পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা। আজ বুধবার ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মাছুম আহাম্মদ ভুঞা বলেন, আমি আমার ১৬ বছরের চাকরি জীবনে এমন ঘটনা দেখিনি। এটা ন্যাক্কারজনক ঘটনা।তিনি বলেন, এখানে আমাদের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় কে বা কারা জড়িত; সব তথ্য আমাদের কাছে আছে। কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো তৃতীয় পক্ষকেও ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। এখন অগ্নিকাণ্ডের ঘটনায়ও মামলা করা হবে। একটি ঘটনা ঘটার পর আইনের আশ্রয় না নিয়ে যে বা যাদের ইন্ধনে আইন নিজের হাত তুলে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গৌরীপুর উপজলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, ওসি মাহমুদুল হাসান, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র সাজ্জাদুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জেরে গ্রামের অর্ধশত বাড়ি পুড়িয়ে দেয় নিহতের স্বজনরা।
এ ঘটনায় নিহতের ছেলে মো. আতাউর রহমান বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারি গৌরীপুর থানায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় গৌরীপুর থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।