ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৩০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৩০

ভোলার চরফ্যাসনে গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবু তাহের সরদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত আবু তাহের দুপুরে নিজ বসত বাড়িতে নারিকেল গাছ পরিষ্কারের জন্য একটি গাছে উঠেন। গাছের পাশ দিয়েই টানা হয়েছে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন। গাছে উঠে নারিকেল ডগা কাটার সময় একটি ডগা বিদ্যুৎ সঞ্চালন তারের ওপরে পরে পুরো গাছটি বিদ্যুতায়িত হয়। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। নারিকেল গাছে ঝুলতে থাকে ওই বৃদ্ধের মরদেহ। খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিস কর্মীরা বিদ্যুতের তারে জাড়িয়ে থাকা মরদেহ উদ্ধার করেন।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×