ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ৫

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ৫

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার। ছবি: সমকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ জন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে। আহতরা হলেন, সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির (৪৫) ও তার মেয়ে  ফাতেমা খাতুন (১৬), একই এলাকার সালমা খাতুন (১৭) এবং টিকরামপুর মহল্লার নিহত মান্নানের মেয়ে মরিয়ম খাতুন (১৫) ও  স্ত্রী সুলেখা খাতুন (৩৬)। 

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে আব্দুল মান্নান ও তার স্বজনরা একটি প্রাইভেটকারে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নাচোল উপজেলায় যাচ্ছিলেন। নাচোল উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি চলন্ত অটোরিকশার চাকা খুলে যায়। ওই অটোরিকশাটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের যাত্রী মান্নান নিহত হন। আহত হন প্রাইভেটকারের ৫ যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় নাচোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, এ ঘটনায় আইনি নেওয়া হবে।


আরও পড়ুন

×