২০৩০ সালের মধ্যে বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই: ডেপুটি স্পিকার

বাংলাদেশ স্কাউটস বেড়া উপজেলা কর্তৃক আয়োজিত কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডেপুটি স্পিকার। ছবি-সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:১৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:১৩
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সবাইকে মানুষের সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ স্কাউটসের ৩টি মূলমন্ত্র মেনে চলতে পারলে জনগণকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা দেওয়া সম্ভব হবে এবং দেশ থেকে অন্যায় দূর হবে। এসব মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা বেড়া উপজেলাকে ২০৩০ সালের মাঝে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই।
শুক্রবার বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 'কাবিং করবো সুন্দর জীবন গড়বো' প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস বেড়া উপজেলা কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী-২০২৩ এর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পিকার বলেন, সকল ধর্মের মানুষকে স্রষ্টার প্রতি আনুগত্য ও বিশ্বাস রেখে বেড়ে উঠতে হবে। এর সঙ্গে ধর্মীয় সঠিক অনুশাসন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করলে একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে।
তিনি আরও বলেন, আগামী দিনের উন্নত বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য আজকের তরুণ সমাজকে মেধা, মনন, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরণের কাব ক্যাম্পুরী হচ্ছে প্রশিক্ষণ প্রদানের উত্তম মাধ্যম।
মো. শামসুল হক টুকু বলেন, আজকের স্কাউটস হবে আগামী দিনের রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার, ইউএনও, প্রথিতযশা সাংবাদিক ও জনগণের সেবক। আমরা ২০৩০ সালের মাঝে বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই, এজন্য স্কাউটসের মূলনীতি মেনে স্রষ্টার প্রতি, অপরের প্রতি ও নিজের প্রতি কর্তব্য পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ডেপুটি স্পিকার
- মো. শামসুল হক টুকু
- স্কাউট