ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে গণিতে স্বর্ণপদক পেলেন দুই শিক্ষার্থী

ফরিদপুরে গণিতে স্বর্ণপদক পেলেন দুই শিক্ষার্থী

রোববার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৫৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৫৮

গণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুই ছাত্রীকে এক ভরি ওজনের স্বর্ণপদক প্রদান করেছে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। পাবলিক বিশ্ববিদ্যালয় বাদে দেশে একমাত্র ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজেই এই পদক দেওয়া হয়ে থাকে। ১০ম বারের মতো ফরিদপুরে এই পদক দেওয়া হলো। 

এ বছর এই পদক পেয়েছেন স্নাতক শাখায় বন্যা কুণ্ডু এবং স্নাতকোত্তর শাখায় মমতাজ জাহান। তাদেরকে এক ভরি ওজনের স্বর্ণের মেডেলসহ নগদ ১০ হাজার করে টাকা ও সনদপত্র দেওয়া হয়। 

এই উপলক্ষে আজ রোববার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কলেজের গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম এশিয়ান রিসোর্স সেন্টার, যুক্তরাজ্যের ডিরেক্টর মোহাম্মাদ ইদ্রিস, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান, উপাধ্যক্ষ প্রফেসর এস, এম, আব্দুল হালিম এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আযম শাকিল, সাংবাদিক মাহফুজ মিলন ও পান্না বালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী রূপকথা আহমেদ ও অমিত ঘোষ। 

এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সমন্বয়কারী সাংবাদিক মাহফুজ মিলন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গণিতে ভালো ফলাফলের ওপর স্বর্ণপদক দেওয়া হয় প্রতিবছর। বিশ্ববিদ্যালয়ের বাইরে ফরিদপুর রাজেন্দ্র কলেজেই এই পদক দেওয়া হচ্ছে গত ১০ বছর ধরে। ২০১৪ সালে প্রথম এই পদক চালু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ তলা বিশিষ্ট গণিত ভবনও করে দিয়েছে এই ফাউন্ডেশন। এছাড়াও দেশব্যাপী দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ শিক্ষার মান উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে এই ফাউন্ডেশন।

আরও পড়ুন

×