মেঘনা গ্রুপে যুক্ত হলো আরও ৪ জাহাজ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:২৪
সমুদ্রে বাণিজ্যিক বহরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আরও চারটি জাহাজ (বাল্ক্ক ক্যারিয়ার) যুক্ত হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এমভি মেঘনা ভিক্টোরি, এমভি মেঘনা প্রেস্টিজ, এমভি মেঘনা হোপ এবং এমভি মেঘনা প্রগ্রেস নামে জাহাজগুলো উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর নিজামুল হক, এইচএসবিসি বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার মাহবুব উর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, এমভি ভিক্টোরির ক্যাপ্টেন সাইফুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল।
- বিষয় :
- জাহাজ
- বাণিজ্যিক বহর
- মেঘনা গ্রুপ