ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এমপি নিক্সনের উদ্দেশে জাফরউল্লাহ

চোরকে বলেন চুরি করো, পুলিশকে বলেন ধরো ধরো

চোরকে বলেন চুরি করো, পুলিশকে বলেন ধরো ধরো

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৩১

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ আবারও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমালোচনা করেছেন। তাঁর উদ্দেশে জাফরউল্লাহ বলেন, 'চোরকে বলেন চুরি করো, আর পুলিশকে বলেন ধরো ধরো।'

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ভাষড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নিক্সন চৌধুরীকে ইঙ্গিত করে তিনি বলেন- তিনি ও জেলা পরিষদ চেয়ারম্যান এসেছেন। তাঁদের চিন্তা এ অঞ্চল থেকে কীভাবে টাকা কামাই করে শিবচরে নেওয়া যায়। আপনারাই ভালো জানেন, কারা বালুর টাকা খায়। এ এলাকায় (কালামৃধা ও আজিমনগর গ্রাম) যারা তাদের কথামতো চলে না; তাদের নামের তালিকা ওসির কাছে যায়। কারণ প্রতারকদের ধরিয়ে দিলে পুলিশ টাকা পাবে; আর পুলিশ টাকা পেলে সন্তুষ্ট থাকবে।

জাফরউল্লাহ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি। তাই শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের চিন্তা করেছি। যদি সত্যিকারের অর্থে ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে হবে। এ জন্যই ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান করেছি। সত্যিকারের ভবিষ্যৎ গড়তে চাইলে নৌকার বিকল্প নেই। আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস্কেনদার আলী খলিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েম ব্যাপারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সহসভাপতি কাজী সাকলায়েন ও শ্রমবিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরণ ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ।

আরও পড়ুন

×