বকেয়া ৬০ কোটি টাকা
বরিশালে ৪৩ সড়কের বাতি বিদ্যুৎ বিচ্ছিন্ন

ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:২০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:২১
বকেয়া বিল পরিশোধ না করায় আবারও বরিশাল নগরের সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড। গত রোববার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান ওজোপাডিকোর বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তরিকুল ইসলাম।
আজ সোমবার বিকেলে তরিকুল ইসলাম জানান, সিটি করপোরেশনের কাছে ৬০ কোটি টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে ওজোপাডিকোর। দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না করায় মন্ত্রণালয়ের নির্দেশে রোববার ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে এখনও কমপক্ষে ২০টি সড়কের সংযোগ অবিচ্ছিন্ন আছে।
তিনি বলেন, বিচ্ছিন্ন করা ওই ৪৩টি সড়কের বাতির সংযোগ সিটি করপোরেশনের কর্মীরা রোববার রাতেই জোর করে পুনঃসংযোগ দিয়েছেন। বিষয়টি জ্বালানি সচিব (বিদ্যুৎ) হাবিবুর রহমানকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি মন্ত্রণালয়ের সভায় উপস্থাপন করেছেন। মন্ত্রণালয় থেকে আবারও সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর নগরের প্রায় ২০টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ২২ সেপ্টেম্বর রাতে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় সিটি করপোরেশন ও ওজোপাডিকোর মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলল্গাহ ও বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
ওজোপাডিকোর দায়িত্বশীল সূত্র জানায়, সিটি করপোরেশন অন্তত ১১ বছর ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। এতে বড় আকারের বিল বকেয়া পড়েছে। বিলের অর্থ আদায় করতে না পেরে মন্ত্রণালয়ের চাপের মুখে আছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ।
এ বিষয়ে সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক বলেন, সড়ক বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে- এমন কোনো তথ্য তার জানা নেই। ওজোপাডিকোর পক্ষ থেকেও এ বিষয়ে করপোরেশনকে অবহিত করা হয়নি। ওজোপাডিকোর পাওনা ৬০ কোটি টাকার বিষয়ে ওমর ফারুক বলেন, ৬০ কোটি নয়, সর্বোচ্চ ৫০ কোটি টাকা বকেয়া থাকতে পারে।