ছয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সন্ধ্যা পর্যন্ত আটকে এমপিকে সংবর্ধনা

ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪৮
সদ্য নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে কাশিয়াবাড়ি ফুটবল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় ছয়টি প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন।
গণসংবর্ধণায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো– বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিয়াবাড়ী আলিম মাদরাসা, বৈরতলা দাখিল মাদ্রাসা, ষড়গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও নরোশিয়া লালগড় দাখিল মাদ্রাসা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিার্থীর বাবার অভিযোগ, তাদের ছেলে-মেয়েরা সকাল ১০টায় বিদ্যালয়ে যায়। অনুষ্ঠানের অজুহাতে তাদের সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হয়।
এ বিষয়ে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক এনামুল হক জানান, সংসদ সদস্য তাদের এলাকায় আসবেন জেনে বিদ্যালয় ছুটির পর নিজ উদ্যোগে শিার্থীরা সেখানে গেছে। তাদের বাধ্য করা হয়নি। স্কুলের পোশাক পরে কেন শিক্ষার্থীরা সংবর্ধনায় গেছে– এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।
বৈরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম জানান, তাদের মাদ্রাসার সামনের একটি রাস্তা উদ্ধোধন ও সংবর্ধনার জন্য চেয়ারম্যান আমন্ত্রণে ৫০ জন ছাত্র-ছাত্রী সেখানে গেছে।
গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, সংবর্ধনার বিষয়টি তার জানা নেই। শিার্থীদের সংবর্ধনায় যেতে বাধ্য করার নিয়ম আছে কি-না জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল জানান, তারা কোনো প্রতিষ্ঠানকে বাধ্য করেননি জনসভায় যেতে। তিনি জানান, শিক্ষার্থীরা সবাই স্থানীয়। তারা বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সেখানে ছিল।
এ বিষয়ে সংসদ সদস্য জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তানভীর নামে একজন জানান, এমপি জনসভায় ব্যস্ত আছেন। গণসংবর্ধনায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘বিদ্যালয় ছুটির পর ছাত্র-ছাত্রীরা সংবর্ধনায় গেলে আপনারা... সাংবাদিকদের সমস্যা কী?’ এরপরই ফোন কেটে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ ফিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবীব, সামিউল ইসলাম শ্যামল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন প্রমুখ।