ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এক টেন্ডারে একাধিক কাজ দেওয়া হবে না: চসিক মেয়র

এক টেন্ডারে একাধিক কাজ দেওয়া হবে না: চসিক মেয়র

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৩২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৩২

প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক টেন্ডার নোটিশে একজন ঠিকাদারকে একাধিক কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার আন্দরকিল্লার নগর ভবনে সিটি করপোরেশনের ষষ্ঠ পরিষদের ২৫তম সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

কাজ না পেয়ে গত ২৯ জানুয়ারি নিজের দপ্তরে সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে মারধর করেন ঠিকাদাররা। তাদের অভিযোগ, একটি প্রকল্পে ২২০ কোটি টাকার ৩৭টি লটের কাজ চারটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে। প্রকল্প পরিচালকের দাবি ছিল, তদবির করে কাজ না পেয়ে হামলা চালিয়েছেন ঠিকাদাররা।

এ প্রসেঙ্গ মেয়র বলেন, অনৈতিক কাজে জড়িত ঠিকাদারদের ছাড় দেওয়া হবে না। যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করতে পারবেন না, তাঁদের কালো তালিকাভুক্ত করা হবে।

রেজাউল করিম বলেন, সিটি করপোরেশনের স্থায়ী কার্যালয় না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। সিটি করপোরেশনের নিজস্ব ফান্ডে স্থায়ী কার্যালয় নির্মাণ করা হবে। ঝুঁকি নিয়ে কঠোর হয়ে পিসি রোডের কাজ শেষ করেছি। কর্মকর্তাদেরও সতর্ক করছি, কারও গাফিলতির জন্য জনদুর্ভোগ হলে শাস্তি দেওয়া হবে।

শুষ্ক মৌসুমেও নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সিলররা। এ প্রসঙ্গে মেয়র বলেন, জলাবদ্ধতা হ্রাসে যে প্রকল্প বাস্তবায়ন করছে, সেখানে রিটেইনিং ওয়াল নির্মাণে বাঁধ দেওয়ায় চট্টগ্রামের অনেক এলাকার মানুষ কষ্ট পাচ্ছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা হয়েছে, যাতে এ প্রকল্পের জন্য বর্ষায় মানুষ কষ্ট না পায়। তবে সিডিএ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সভায় আরও উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্যানেল মেয়র ও কাউন্সিলর চসিকের বিভাগীয় ও শাখা প্রধানসহ অন্যরা।

আরও পড়ুন

×