ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করছে পুলিশ- সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ২২:৫৪

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় কুদ্দুস ফকির (৫০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস ফকির ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারাইলদাহ গ্রামের শুকুর ফকিরের ছেলে।

ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, জান্দি বাজার থেকে যাত্রী নিয়ে ভাঙ্গার উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশাটি আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে য়ায়। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×