ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ২৩:১৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে রাজা মিয়া (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাতটার দিকে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের বালাটারী জোড়া ব্রীজ এলাকায় একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজা মিয়া তিনি কুড়িগ্রামের হলোখানা এলাকার আবুল হোসেনের ছেলে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির সমকালকে জানান, সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের লাশটি জন্য মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×