ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ফাইল ছবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ১২:৫২ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১২:৫৫

যৌতুকের দাবিতে তাপসী রানী নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে অশোক ঢালী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) রাতে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অশোক ঢালী কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাড়ী জালালতলা গ্রামের বিমল ঢালীর ছেলে। শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের নিমাই সরকারের মেয়ে তাপসীকে হত্যাচেষ্টায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার হতো। এর জেরে গত ২৮ ফেব্রুয়ারি মারধর করে তাপসীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত অশোক। একই সঙ্গে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন তার স্বামী। একপর্যায়ে তাপসীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায় নেওয়া হয়। 

ভুক্তভোগীর বাবা নিমাই সরকার জানান, শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা তাপসীকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় অশোকের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রহমান জানান, ঘটনার পর আসামি আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

×