র্যাবের হাতে ধরা কথিত জিনের বাদশা

ছবি: র্যাবের সৌজন্যে
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ০৭:৩৩ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ০৭:৩৩
নিরীহ ও সহজ-সরল মানুষদের বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জয়পুরহাটের সীমান্তবর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া এলাকা থেকে ইমরান হোসেন (২৫) নামে কথিত এক জিনের বাদশাকে আটক করেছে র্যাব ৫ এর সদস্যরা। রোববার ভোরে তাকে ওই এলাকা থেকে আটক করা হয়।
আটক ইমরান হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামের মৃত আক্তার নবাব খানের ছেলে।
রোববার সকাল ১১টার দিকে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, কথিত জিনের বাদশাকে রোববার ভোরে আটক করে ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। বিকেলে তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরসহ তাকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, ইমরান দীর্ঘদিন ধরে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষদের তান্ত্রিক ঝাড়-ফুঁকের নামে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন। এ ছাড়া গুপ্তধন পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
র্যাব জানায়- ইমরানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে র্যাবের কাছে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে প্রতারক ইমরান হোসেনের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পিতলের কলস, তাবিজ-কবজ সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পাওয়া যায়।
- বিষয় :
- জিনের বাদশা
- প্রতারক গ্রেপ্তার