নারায়ণগঞ্জে বহুতল ভবনে আগুন, মা-ছেলে দগ্ধ
-samakal-640df9f713e5a.jpg)
ছবি- সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১৬:১২ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১৬:১৪
নারায়ণগঞ্জে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক অন্তঃসত্ত্বা নারী ও তার শিশু সন্তান দগ্ধ হয়েছেন।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মাসদাইর কবরস্থান এলাকায় খন্দকার ম্যানশন নামের একটি দশতলা ভবনের ষষ্ঠতলার এক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় দগ্ধরা হলেন- কুলসুম বেগম (২৫) ও তার তিন বছরের ছেলে খালিদ। কুলসুম বেগমের স্বামী মো. মাসুদ পেশায় একজন ব্যবসায়ী। তবে ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন বলে জানা গেছে।
এলাকার বাসিন্দা শারমিন সুলতানা জানান, সন্ধ্যার দিকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা। শব্দ শুনে ভবনের বাসিন্দা ও প্রতিবেশীরা ব্যবসায়ী মাসুদের ফ্ল্যাটে ছুটে যান। ফ্ল্যাটে গিয়ে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে মাসুদের স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট নিয়ে যান।
ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভবনের অন্যান্য বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন লিক করে ঘরে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করে বলা যাবে।
- বিষয় :
- বহুতল ভবন
- আগুন
- অগ্নিকাণ্ড
- দগ্ধ
- ঢাকা
- নারায়ণগঞ্জ