কানাইঘাটে অপচিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৯:০৪
কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজার চৌমুহনীতে অবস্থিত একটি ফার্মেসির গ্রাম্য হাতুড়ে ডাক্তার দম্পতির অপচিকিৎসায় এক নবজাতক ও তার মায়ের করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে।
সরেজমিন গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের লামাদলইকান্দি গ্রামের দিনমজুর রইছ উদ্দিনের স্ত্রী তিন সন্তানের জননী রাজিয়া বেগমের (২৮) প্রসবব্যথা শুরু হলে তাকে তার স্বামী ও পরিবারের লোকজন দুপুর ১২টার দিকে গাছবাড়ী বাজারের চৌমুহনীতে শুভ মেডিকেয়ারে নিয়ে আসেন। পরে ফার্মেসির মালিক পল্লিচিকিৎসক সামছুল ইসলাম ও তার স্ত্রী ভুয়া গাইনি বিশেষজ্ঞ পদবিধারী আখতারী বেগম জেলি প্রাথমিক চিকিৎসা করে তার পরিবারের লোকজনকে বলেন, রাজিয়ার প্রসব বেদনা শুরু হয়েছে, এখনই ডেলিভারি করাতে হবে। ফার্মেসিতে সব ধরনের ডেলিভারির ব্যবস্থা রয়েছে বলে তাদের আশ্বস্ত করে গ্রাম্য হাতুড়ে ডাক্তার সামছুল ইসলাম ও তার স্ত্রী আখতারী বেগম জেলি। পরে রাজিয়া বেগমের শরীরে ইনজেকশন ও স্যালাইন পুশ করে চিকিৎসা শুরু করে তারা। একপর্যায়ে রাত ৯টার দিকে রাজিয়া বেগম মৃত নবজাতক ছেলে সন্তান জন্ম দেন। কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে রাজিয়া বেগমও মারা যান। রাত ১০টার দিকে রাজিয়া বেগম ও তার নবজাত সন্তানের মৃতদেহ কৌশলে বের করে ফার্মেসি বন্ধ করে ভুয়া ডাক্তার দম্পতি সটকে পড়েন।
অপচিকিৎসায় নবজাতক ও তার মায়ের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শুভ মেডিকেয়ারে মানুষ ভিড় করেন। জানা গেছে, শুভ মেডিকেয়ারের মালিক পল্লিচিকিৎসক সামছুল ইসলামের বাড়ি উপজেলার কাপ্তানপুর গ্রামে। এ ঘটনার পর ফার্মেসি বন্ধ রয়েছে। চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন এবং চৌমুহনী এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা জানিয়েছেন, শুভ মেডিকেয়ারের মালিক পল্লিচিকিৎসক সামসুল ইসলাম ও তার স্ত্রী আখতারী বেগম সব ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকেন। সামসুল নিজে বিশেষজ্ঞ ডাক্তার ও তার স্ত্রী গাইনি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এলাকার অনেক প্রসূতির অপচিকিৎসা করে থাকেন। তাদের হাতে ডেলিভারির সময় আগে আরও কয়েকজন নবজাতকের মৃত্যু হয়। এ ছাড়া অনেকে তাদের খপ্পরে পড়ে নানাভাবে অপচিকিৎসার শিকার হয়েছেন। মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় পল্লিচিকিৎসক দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শেখ শরফ উদ্দিন নাহিদ বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব।
- বিষয় :
- অপচিকিৎসা
- মা ও নবজাতক
- কানাইঘাট