ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দাফনের ৪৫ দিন পর কবর থেকে উঠানো হলো মরদেহ

দাফনের ৪৫ দিন পর কবর থেকে উঠানো হলো মরদেহ

ফাইল ছবি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ২০:২৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ২০:২৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দাফনের ৪৫ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে হারুন শেখ (৪৭) নামে এক ব্যক্তির মরদেহে উঠানো হয়েছে। আদালতের নির্দেশে সোমবার সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্টেট মো. মামুন শরিফের উপস্থিতিতে মরদেহ তোলা হয়। 

হারুন শেখ নড়িয়া পৌরসভার কলুকাঠি গ্রামের মৃত জবেদ আলি শেখের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) আবির হোসেন জানান, গত ২৫ ফেব্রুয়ারি বাড়ির পাশের খালে হারুন শেখের মরদেহ  পাওয়া যায়। স্বাভাবিক মৃত্যু হয়েছে মনে করে তার মরদেহ দাফন করেন স্বজনরা। সেসময় এ ঘটায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরে তার স্ত্রী পেয়ারী বেগমের সন্দেহ হয়, তার স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনার ১৫ দিন পর তিনি আদালতে মামলা দায়ের করেন। পরে গত ২০ ফেব্রুয়ারি নড়িয়া থানায় মামলা রুজু হয়। 

আবির হোসেন বলেন, দাফনের ৪৫ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে হারুন শেখের মরদেহ তোলা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আরও পড়ুন

×