ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গরু চুরির অপবাদে দিনমজুরকে কুপিয়ে হত্যা

গরু চুরির অপবাদে দিনমজুরকে কুপিয়ে হত্যা

হত্যারা ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি: সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ০৯:১০ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ০৯:১০

মাগুরার মহম্মদপুর উপজেলায় গরু চুরির অপবাদে আরিফুল ইসলাম মোল্যা (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যারা ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আরিফুল ওই গ্রামের হাসান মোল্যার ছেলে। 

নিহতের স্ত্রী রাশেদা বেগম জানান, জমিজমা নিয়ে ওসমান মাতুব্বরের সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। এর মধ্যে তিনদিন আগে প্রতিবেশী ওসমান মাতুব্বরের গোয়াল থেকে একটি গরু চুরি হয়। এই ঘটনায় আরিফুলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনা হয়। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় সালিশ হয়। তখন দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে আরিফুল মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় ওসমান মাতুব্বরসহ ৪-৫ জন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে আরিফের তিন ভাইসহ কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। 

নিহত আরিফুলের স্ত্রীর দাবি করেন, তিনি গরু চুরির সঙ্গে জড়িত নন। জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বলেন, হত্যার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। 

আরও পড়ুন

×