ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩ | ১৩:২২ | আপডেট: ১৭ মার্চ ২০২৩ | ১৩:২২

নারায়ণগঞ্জের বন্দরে জমি দখলকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

এর আগে, বৃহস্পতিবার রাতে আহত মঈনুল হক পারভেজের ছোটভাই তানভীর আহমেদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫-৩০ আসামি করা হয়। আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমকে (৬০) প্রধান আসামি করা হয়েছে ৷ শামীম প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অন্যতম সহযোগী বলে পরিচিত।

মামলার অন্য আসামিরা হলেন- ঢাকার আদাবরের নবীনগর হাউজিং সোসাইটির সেকান্দার মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৫৫), নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শাহজাদার ছেলে রায়হান জাদা রবি (৪৫), রূপগঞ্জের ভুলতার মোসলেম উদ্দিনের ছেলে মামুন (৪৮), বন্দরের চুনাভূরার হাবিবের ছেলে মনির হোসেন মনা (৫২), খানবাড়ি এলাকার মৃত জুলমত আলীর ছেলে কবির (৫৫), সদর উপজেলার আমির হোসেন (৩৮), উৎসব (৪০), মুকিত (৪৫), মুহিদ (৪০), পাঠান রনি (৪২)।

বন্দর থানার ওসি বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলি ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার ৬৬ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে আলী হায়দার শামীম, নূর মোহাম্মদ ও রায়হান জাদা রবির সঙ্গে বিরোধ রয়েছে। এ নিয়ে বাদীর বড়ভাই মঈনুল হক পারভেজ আদালতে পিটিশন মামলা করেন। এরমধ্যে গত ১৫ মার্চ রাতে আলী হায়দার শামীম বাদীদের হুমকি দেন। পরের দিন আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে আসে। পরে জরুরি সেবা- ৯৯৯ এ কল দেওয়া হয়। এ ঘটনায় আসামিরা হামলা চালায়। হামলায় মঈনুল গুলিবিদ্ধ হন। আহত হন তার স্ত্রী আবিদা সুলতানা সোমাসহ আরও কয়েকজন।

আরও পড়ুন

×