পুকুর ভরাট করে বহুতল ভবন, ৩০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৮:৪৭ | আপডেট: ০২ অক্টোবর ২০১৯ | ১১:১৮
চট্টগ্রামে নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় পুকুর ভরাট করে ১৪ তলা ভবন নির্মাণ করায় জানে আলম নামে একজনকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য ভবন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। জানে আলম সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকার আবদুল করিমের ছেলে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জানান, পুকুর ভরাট করে ১৪ তলা ভবন নির্মাণ করেছেন মোগলটুলী এলাকার জানে আলম। এতে পরিবেশের ক্ষতি হয়েছে। তাই তাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে বুধবার নগরীর বায়েজিদ থানাধীন জালালাবাদ কুলগাঁও এলাকার ইনোভা টেক্সটাইল লিমিটেডকে ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে তরল বর্জ্য নিরসরণ করায় ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সংযুক্তা দাশগুপ্তা।
- বিষয় :
- পুকুর ভরাট
- জরিমানা
- চট্টগ্রাম