গৌরীপুরে আ’লীগের সম্মেলনের দাবিতে সংবাদ সম্মেলন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৪:৩৭
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগসহ সকল ইউনিটের কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের দাবি জানিয়েছেন উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
শুক্রবার বিকেলে গৌরীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে আরো গতিশীল রাখতে দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগের তৃণমূল ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ ঊর্ধ্বতন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে বোঝাতে চাচ্ছেন গৌরীপুর উপজেলায় সম্মেলন করার মতো পরিবেশ নেই।
রুকুনুজ্জামান পল্লব বলেন, চলমান কমিটিগুলোকে অকার্যকর ব্যর্থ ও অযোগ্য বলে উপস্থাপন করে কেউ কেউ আহ্বায়ক কমিটি গঠনে সক্রিয় আছেন। আমরা দৃঢ়তার সাথে তার প্রতিবাদ জানাই। কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দের কাছে আমাদের প্রাণের দাবি সম্মেলনের মাধ্যমে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ শাখা ও তার সকল ইউনিট কমিটি গঠন করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, ২নম্বর গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনজ্জামান পল্লব, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর প্রমুখ।
উল্লেখ্য, আওয়ামী লীগের গৌরীপুর উপজেলা শাখার সম্মেলন হয়নি ১৬ বছরেও। ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে গঠিত কমিটির সভাপতি, ৪ জন সহসভাপতি, একজন সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য ৩ জনসহ ১৭ জন ইতোমধ্যে মারা গেছেন। জেলার অন্যান্য উপজেলার সম্মেলনের প্রস্তুতি চললেও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আটকে রয়েছে।
- বিষয় :
- গৗরীপুর