ব্যবসায়ীকে অচেতন করে ১১০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১৫:৪৯
রাজধানী ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীকে অচেতন করে ১১০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হাফিজ উদ্দিন নামের ওই ব্যবসায়ীর ছেলে মো. সোহেল আজ বুধবার সন্ধ্যায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অপর এক স্বর্ণ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, মো. হাফিজ উদ্দিনের মালিকানায় ধামরাই পৌরবাজারের স্বর্ণপট্টির মোস্তফা সুপার মার্কেটে মদিনা জুয়েলার্স নামে একটি দোকান রয়েছে। প্রতিদিন রাতে বাড়ি ফেরার সময় তিনি দোকানের সব স্বর্ণালংকার সঙ্গে করে বিজয়নগরের বাসায় ফেরেন। এর পরদিন সকালে আবার দোকানে নিয়ে যান।
হাফিজের ছেলে সোহেলের ভাষ্য, প্রতিদিনের মতো বুধবার সকাল ৯টার দিকে শপিং ব্যাগে ১১০ ভরি স্বর্ণালংকার নিয়ে দোকান খুলতে যান। দোকানের শাটার খোলার সময় অচেতন হয়ে পড়ে যান। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা স্বর্ণালংকারসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
তাঁর ধারণা, দুর্বৃত্তরা কোনো ধরনের চেতনানাশক পেছন থেকে স্প্রে করায় তাঁর বাবা জ্ঞান হারান।
অচেতন অবস্থায় হাফিজ উদ্দিনকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি অবশ্য এ রকম কোনো ঘটনার বর্ণনা দিতে পারেননি বলেও জানান সোহেল। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাফিজ উদ্দিনকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়ে বিকেলেই তিনি বাসায় ফেরেন।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, তাঁরা ১১০ ভরি স্বর্ণ লুটের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাফিজ উদ্দিনের ছেলে মো. সোহেল বাদী হয়ে থানায় অভিযোগ দেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী বিকাশকে আটক করা হয়।
- বিষয় :
- স্বর্ণ ব্যবসায়ী
- স্বর্ণ
- অচেতন
- স্বর্ণ লুট
- ঢাকা
- ধামরাই