সিটি নির্বাচনে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত
খুলনায় বিপাকে বিএনপি নেতা কাউন্সিলররা

মামুন রেজা, খুলনা
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ০০:৩৯
খুলনা সিটি করপোরেশনের (খুসিক) ১৮ নম্বর ওয়ার্ডে পরপর দু’বার কাউন্সিলর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মনি। ১৯ নম্বর ওয়ার্ডে টানা তিনবার কাউন্সিলর আরেক সদস্য আশফাকুর রহমান কাকন। কিন্তু আগামী ১২ জুনের নির্বাচনে তাঁদের প্রার্থিতা নিয়ে দোদুল্যমান অবস্থা তৈরি হয়েছে। এবারের নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় ঘোষণায় বিপাকে পড়েছেন তাঁরা। তাঁদের অনেকে প্রয়োজনে দলের পদ ছেড়ে নির্বাচনে অংশ নেওয়ার কথাও ভাবছেন।
নগরীর ২১ নম্বর ওয়ার্ড থেকে গতবার দলীয় মনোনয়ন নিয়ে কাউন্সিলর নির্বাচন করেছিলেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোল্লা ফরিদ আহমেদ। বিএনপি নির্বাচনে না যাওয়ায় এবার আর প্রার্থী হবেন না তিনি। শুধু এই তিনজনই নন, খুলনায় তাঁদের মতো বিএনপির শতাধিক কাউন্সিলর প্রার্থী ও বেশ কয়েকজন বর্তমান কাউন্সিলর এমন বিব্রতকর অবস্থায় আছেন। দল চূড়ান্তভাবে নির্বাচনে না গেলে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত দেখার অপেক্ষায় আছেন। আবার কয়েকজন দলের ওপর নিজের ইচ্ছাকে উৎসর্গ করেছেন; ঘোষণায় পরিবর্তন না এলে তাঁরা এবার প্রতিন্দ্বন্দ্বিতা করবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা বলেন, সিটির ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের সবগুলোতেই বিএনপির দু-চারজন করে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আছেন। এর মধ্যে অনেকে গত এক-দেড় বছর ধরে এলাকায় নির্বাচনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। কিন্তু বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় আমরা বিপাকে পড়েছি। দলের পদ হারানোর ভয়ে অনেকে প্রার্থী নাও হতে পারেন। আবার এলাকায় যাঁদের অবস্থান ভালো, তাঁদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাকন বলেন, ‘আমি তিনবার কাউন্সিলর। এলাকার লোকজন আবারও আমাকে নির্বাচন করতে বলছে। সে কারণে বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে স্বতন্ত্র প্রার্থী হবো।’ একই বক্তব্য ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা শমশের আলী মিন্টু এবং সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেত্রী মাজেদা খাতুনের। তাঁরা জানান, তাঁদের প্রয়োজনীয় প্রস্তুতি আছে। দল নির্বাচনে না এলেও তাঁরা স্বতন্ত্র প্রার্থী হবেন।
তবে দলীয় সুরে কথা বলেছেন ২১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোল্লা ফরিদ আহমেদ। তিনি বলেন, আমার নির্বাচন করার ইচ্ছা ছিল। কিন্তু দল নির্বাচনে না যাওয়ায় আর প্রার্থী হবো না। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
মহানগর বিএনপির সাবেক সভাপতি ও গত নির্বাচনের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমার অনুসারী অনেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী। নির্বাচন ও আন্দোলন দুটিই একসঙ্গে চলতে পারে বলে তাঁরা মতামত দিচ্ছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।
তবে এ ব্যাপারে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবে না। তাই কাউকে মনোনয়ন বা সমর্থনও দেওয়া হবে না। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, দল থেকে বহিষ্কার করা হবে।
বিএনপি নেতাদের মধ্যে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন— নগরীর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শেখ ইমাম হোসেন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শেখ শাহিনুল ইসলাম পাখি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান বিশ্বাস, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর মাহাবুব কায়সার, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবু।
২৬ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাহমুদ আলম বাবু মোড়ল, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুর রহমান দিপু, ২৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন বনি, ৩০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মুহা. আমান উল্লাহ আমান সম্ভাব্য প্রার্থী।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মহানগর মহিলা দলের সহসভাপতি চমন আক্তার, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি আনজিরা খাতুন, জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক মিসেস মনি, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক হাসনা হেনা, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সামছুন নাহার লিপি, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক কাওছারী জাহান মঞ্জু, সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সহসভাপতি রোকেয়া ফারুক সম্ভাব্য প্রার্থী। তবে শেষ পর্যন্ত তাঁরা এ সিদ্ধান্তে অটল নাও থাকতে পারেন।
- বিষয় :
- বিএনপি
- খুলনা সিটি করপোরেশন
- খুসিক
- খুলনা
- আহ্বায়ক কমিটি