গাজনার বিল থেকে ৭০০ হাঁস ছিনতাই, গ্রেপ্তার ৪

পাবনা অফিস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩ | ১৮:০০
পাবনার সুজানগরের ঐতিহাসিক গাজনার বিল থেকে ছিনিয়ে নেওয়া ৭০০ পাতিহাঁসসহ চার যুবককে গ্রেপ্তার ও একটি পিকআপ ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে জেলার কাশীনাথপুর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকরা হলো– সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতী গ্রামের লিমন শেখ, তাড়াশ উপজেলার ভাদাস পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহীম প্রামাণিক, সোনাউল্লাহ ও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্দারহাজার গ্রামের আব্দুল বাছেদ।
পুলিশ জানিয়েছে, উপজেলার ভায়না গ্রামের শহীদ প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক ও তাঁর ছোট ভাই আনিস ওরফে বাবু প্রামাণিক দীর্ঘদিন গাজনার বিলের খয়রান ব্রিজ পয়েন্টে ৭০০টি পাতিহাঁস পালন করে আসছিলেন। বুধবার রাত পৌনে ২টার দিকে ওই চারজন অস্ত্রের মুখে সেলিম ও বাবুর হাত-পা বেঁধে হাঁসগুলো একটি পিকআপে তুলে কাশীনাথপুরের দিকে রওনা দেয়। এ সময় টহলরত সুজানগর থানা পুলিশ বিষয়টি পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসিকে অবহিত করে। তিনি তাৎক্ষণিকভাবে সুজানগর থানাসহ ডিবি পুলিশ ও আমিনপুর থানা পুলিশকে কাশীনাথপুর মোড়ে চেকপোস্ট বসানোর নির্দেশ দেন। রাত ২টা ১০ মিনিটের দিকে চেকপোস্টের পুলিশ ৭০০ হাঁসভর্তি পিকআপসহ ওই চারজনকে গ্রেপ্তার করে।