যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১৭:৩৭ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০৪:২৬
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত আট নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার বিকেলে উপজেলার লেবুবুনিয়া বাজার ও সাতুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সবুর হাওলাদার, সাধারণ সম্পাদক ফকরুল ইসলামসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়ন পরিষদে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেন। বর্ধিত সভা শুরু হওয়ার আগমুহূর্তে উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা, কবির হোসেন, রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে ঢুকে উপজেলা যুবলীগের সভাপতি আসলামকে ছাড়া বর্ধিত সভা আয়োজন করার কারণ জানতে চাইলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। নিজেরা আলোচনার মাধ্যমে এর সমাধান করে সবাই মিলে সংগঠন চালানো হবে।
উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা জানান, তাঁকে না জানিয়ে সাধারণ সম্পাদক ফকরুল, সহসভাপতি সবুরসহ কয়েকজন মিলে বর্ধিত সভার আয়োজন করেন। এরপরও বর্ধিত সভায় অংশ নিতে সেখানে যান। তাঁকে বাদ নিয়ে কেন সভার আয়োজন করা হয়েছে, স্থানীয় নেতাকর্মীর এমন প্রশ্নের কারণে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি।
- বিষয় :
- সংঘর্ষ
- ধাওয়া-পাল্টা ধাওয়া
- যুবলীগ
- ঝালকাঠি
- রাজাপুর