ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঐতিহাসিক লালদীঘি মাঠেই হবে জব্বারের বলীখেলা

ঐতিহাসিক লালদীঘি মাঠেই হবে জব্বারের বলীখেলা

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১৬:৪৫ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১৬:৪৫

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠেই হবে এবারের আব্দুল জব্বারের বলীখেলা। আজ রোববার স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে ‘আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপমন্ত্রী সবাইকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে লালদীঘি মাঠেই এবারের বলীখেলার আয়োজন করতে বলেন। এ সময় তিনি নিজেও ওই দিন উপস্থিত থাকবেন বলে জানান।

আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, আগামী ২৫ এপ্রিল লালদীঘি মাঠে বলীখেলা হবে। এ ছাড়া ২৪ থেকে ২৬ এপ্রিল বৈশাখী মেলা হবে। ২৬ এপ্রিল হবে চাটগাঁইয়া ঈদ উৎসব। তবে মাঠে শুধু বলীখেলা হবে।

মেলা কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদ বলেন, গতবার লালদীঘি মাঠের বাইরে হলেও এবার বলীখেলা হবে মাঠেই। লালদীঘি মাঠে খেলার মঞ্চ তৈরির সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আকতার, আকতার আনোয়ার, বলরাম চক্রবর্তী, তাপস দে প্রমুখ।

আরও পড়ুন

×