ঈদের আগে চলতি মাসের বেতন ও বোনাস দাবি

বিক্ষোভ মিছিলে গার্মেন্টস শ্রমিকরা। ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ২১:৪৪ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ২১:৪৪
ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের চলতি মাসের বেতন ও পূর্ণ বোনাসের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সেখানে বক্তারা বলেন, ঈদ এলেই বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি হয়। অধিকাংশ মালিক বোনাস না দিয়ে ৫০০ বা এক হাজার টাকা বকশিশ দেন। অনেকে তাও দেন না। সরকারি প্রতিষ্ঠানে মূল বেতনের সমান বোনাস দেওয়া হলেও যাদের উৎপাদনে দেশে বৈদেশিক মুদ্রা আসে, সেই শ্রমিকদের ঠিকমতো বোনাস দেওয়া হয় না।
তারা বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে এবারের ঈদ নিয়ে শ্রমিকের মধ্যে হতাশা বিরাজ করছে। গার্মেন্ট শ্রমিকদের মজুরি নির্ধারিত হয়েছে চার বছর আগে। এ সময়ে নিত্যপণ্যের দাম অনেকগুণ বেড়েছে। এতে করে তাদের খাবার তালিকা কাটছাঁট করতে হয়েছে। বক্তারা একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ২৪ হাজারের কম হতে পারে না বলেও মন্তব্য করেন।
মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবীর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।
- বিষয় :
- ঈদ
- বোনাস
- বেতন
- নারায়ণগঞ্জ