আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দিতে টাকা আদায়, প্রতারক আটক

প্রতীকী ছবি
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১৩:৫৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১৩:৫৫
খুলনায় বটিয়াঘাটায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে সাত ভূমিহীনের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত জুলেখা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এতে জড়িত দুই প্রতারকের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা প্রশাসন।
আটক জুলেখা বেগম খুলনার শেখ রাসেল ইকোপার্ক এলাকার প্রয়াত রশিদ মোল্ল্যার স্ত্রী।
জানা গেছে, বটিয়াঘাটায় উপজেলার জলমা ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-২-এর জমি ও ঘর পেতে ১৮৬ জন ভূমিহীন আবেদন করেন। আবেদনগুলো যাচাই-বাছাই করে ৬০ জনকে ঘর দেওয়ার উপযোগী বলে প্রতিবেদন দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা। বাকি আবেদনকারীরা শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েন। বাদ পড়ার পর আটজন ভূমিহীন তাদের টাকা নিয়েও কেন বাদ দেওয়া হলো, জানতে যান। তখনই অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ পায়।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম বলেন, মিরাজ, সুমি বেগম, হাসি, তাসলিমা, মাসুরী, রিনা ও রেশমা বেগমের কাছ থেকে জমি ও ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ছয় লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জুলেখা বেগম ও সাইফুল ইসলাম ওরফে ছোটন। তিনি বলেন, তাদের দু’জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জুলেখাকে আটক করেছে।
- বিষয় :
- খুলনা
- বটিয়াঘাটা
- আশ্রয়ণ প্রকল্প
- প্রতারক চক্র