ময়মনসিংহে ১০০ টাকার জন্য যুবক খুন!

প্রতীকী ছবি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১৬:২৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১৬:৪৪
ময়মনসিংহ নগরীতে মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নগরীর আকুয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
পুলিশ জানায়, নগরীর আকুয়া দক্ষিণপাড়া আমজাদ বেপারি রোডে সোমবার সন্ধ্যায় বিবাদে জড়ায় ওই এলাকায় নাহিদ মিয়া (৩০) ও হৃদয় মিয়া (২৫)। নাহিত আকুয়া গরুঘর মোট এলাকার দুস মোহাম্মদের ছেলে। হৃদয় দক্ষিণপাড়া দরবারশরীফ রোডের আবদুল জলিলের ছেলে। নাহিদ ও হৃদয় বন্ধুর মতো এক সঙ্গেই চলাফেরা করতেন। নাহিদের কাছে ১০০ টাকা পেতেন হৃদয়।
সোমবার সন্ধ্যায় ১০০ টাকা নিয়ে দু’জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরো দিয়ে নাহিদের পেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে রাত সাড়ে ৯টার দিকে আটক করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মাত্র ১০০ টাকার জন্য হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তিনি বলেন, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- যুবককে হত্যা
- যুবক হত্যা