ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চেয়ারম্যানের বাড়িতে লুকিয়ে ছিলেন ধর্ষণ মামলার আসামি

চেয়ারম্যানের বাড়িতে লুকিয়ে ছিলেন ধর্ষণ মামলার আসামি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:৪৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:৪৮

নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে স্থানীয় জনপ্রতিনিধির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন অহিদুল ব্যাপারী। তাতেও শেষ রক্ষা হয়নি। তাঁকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাঝগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে মাঠে ছাগল পাহারা দিতে বলে তার মা নামাজ পড়ার জন্য বাড়ি যান। এ সুযোগে একই এলাকার দুই সন্তানের বাবা অহিদুল ব্যাপারী কিশোরীকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এতে ওই কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ অবস্থায় তাকে ক্ষেতের মধ্যে ফেলে রেখে অহিদুল ব্যাপারী স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালের বাড়িতে আত্মগোপন করেন। নামাজ শেষে কিশোরীর মা রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায়  কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অভিযুক্ত অহিদুলকে গ্রেপ্তার করে।

এদিকে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ধর্ষককে আশ্রয় দেওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, ‘ধর্ষণের বিষয়টি অহিদুল ব্যাপারী আমাকে জানায়নি। জানালে নিজে তাকে পুলিশে সোপর্দ করতাম।’

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি, তিনি অপরাধীকে আশ্রয় দেবেন এমনটা প্রত্যাশা করিনি। তাঁর দায়িত্ব ছিল অপরাধীকে ধরতে পুলিশকে সহযোগিতা করা।

আরও পড়ুন

×