সেলিম খানের বিরুদ্ধে সংবাদ
সমকালের চাঁদপুর প্রতিনিধির বিরুদ্ধে রিভিশন মামলা

সেলিম খান - ফাইল ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৬:২১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৭:০০
সমকালের চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি ইব্রাহীম রনির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা খারিজের বিরুদ্ধে রিভিশন দায়ের করা হয়েছে। বালুখেকো ইউপি চেয়ারম্যান হিসেবে খ্যাত সেলিম খানের পক্ষে রিভিশন মামলাটি করেন তাঁর সহযোগী আব্দুল কাদের মিয়া।
গত বছরের মার্চে করা ওই মামলা চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তা খারিজ করে দেন বিচারক। বাদীপক্ষ রিভিশন মামলা দায়ের করলে গত ১০ এপ্রিল কোর্টের দ্বিতীয় সমনটি পান দুই সাংবাদিক। আগামী ২ মে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলাটি শুনানির জন্য রেখেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২২ মার্চ চাঁদপুর প্রতিদিনে প্রকাশিত ‘চাঁদপুরের পদ্মা-মেঘনায় বালু উত্তোলনে ব্যবহৃত নৌযান জব্দ ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদের ভিতরে জাতীয় নদী রক্ষা কমিশনের নাম উল্লেখ করে সেলিম খানের নামে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্যনির্ভর মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। এজন্য সেলিম খানের ৫০ কোটি টাকার মানহানি করার অভিযোগ আনা হয় ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে।