ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজশাহীতে তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

রাজশাহীতে তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

দাবদাহ থেকে বাঁচতে মাথা ঢেকে কাজ করতে হচ্ছে শ্রমজীবীদের। ছবি-শরিফুল ইসলাম তোতা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ১১:০৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ১৩:০০

রাজশাহীতে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে তাপমাত্রা। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহী শহরে মৌসুমের সর্বোচ্চ ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

এসময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ১৩ শতাংশ। বাতাসের আর্দ্রতা কম থাকায় শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে সর্বত্র।  এতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ঘর থেকে বের হলেই তীব্র দাবদাহে শরীর পুড়ে যাওয়ার অনুভুতি হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে চোখ মুখ ঠোট শুকিয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন চলবে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত দাবদাহ চলবে।

এদিকে সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এই দাবদাহে। জীবিকার তাগিদে চরম কষ্টেও তারা কাজে বের হচ্ছেন। তবে গরমে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়লেও কমেছে আয়।

আরও পড়ুন

×