নিখোঁজের ৬ দিন পর সুন্দরবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩ | ১৬:৩৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ | ১৬:৩৯
নিখোঁজের ৬ দিন পর সুন্দরবনের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের করমজল সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৭ এপ্রিল নিখোঁজ হন বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকার মিঠুন নাথের ছেলে হিলটন নাথ।
হিলটন নাথের চাচা শিপন মৃধা বলেন, ৭ এপ্রিল সুন্দরবনের জোংড়া খালে অভিযান চালানো হয়। এ সময় জাকির, সাগর ও অসিমকে আটক করে বনরক্ষীরা। তখন তাদের সঙ্গে থাকা হিলটন বনরক্ষীদের ধাওয়া খেয়ে খালে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৭ এপ্রিল সুন্দরবনের চাঁদপাই এলাকায় অবৈধভাবে মাছ শিকারের সময় তিন যুবককে আটক করে জেলে পাঠানো হয়। অভিযানের সময় হিলটন নামের কোনো যুবকের ধাওয়া খেয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেনি।
মোংলা চাঁদপাই নৌ-থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন খাঁনের বরাত দিয়ে খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।