দুই দিন ধরে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১২:১২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১৩:৩৩
যান্ত্রিক ত্রুটির ফলে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দুই দিন ধরে বন্ধ রয়েছে। গত ১৫ এপ্রিল (শনিবার) রাত থেকে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।
সোমবার দুপুরে বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি কয়লা সংকটে তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়েছিল।
এদিকে হঠাৎ করে রামপাল তাপবিদ্যু কেন্দ্র বন্ধ হওয়ায় বিদ্যুৎ সরবরাহে এর প্রভাব পড়েছে। এর ফলে বাগেরহাটসহ দেশের দক্ষিণাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সমকালকে বলেন, কারিগরি ত্রুটির কারণে গত ১৫ এপ্রিল রাত থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে। তিনি বলেন, আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এর উৎপাদন শুরু হবে।
প্রসঙ্গত, গত বছরের ১১ জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার স্টিম ব্লোয়িং স্থাপন করা হয়। এক মাস পরে ১৪ আগস্ট টারবাইন-এ স্টিম ডাম্পিং এবং একদিন পর ১৫ আগস্ট জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ (ট্রান্সমিশন) শুরু করা হয়। পরে ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে যুক্ত হয় রামপালের বিদ্যুৎ। পরে ২০২৩ সালের ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি। এর প্রায় এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।