ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাঁথিয়ায় ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৮

সাঁথিয়ায় ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৮

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১১:১৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১৫:০৯

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন হয়েছে। এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

এর আগে গত শনিবার পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিস ইসলাম, ইয়াছিন আলী ওরফে রাহাত, রায়হান হোসেন, ইমন হোসেন বাঁধন, তানভীর হোসেন, শাহরিয়ার ইমতিয়াজ ওরফে রনি, ইমরান শেখ, তুহিন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, দুটি মোটরসাইকেল, হেলমেট, একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শিস ইসলাম, নগদকর্মী আসামি তুহিন, ইমরান শেখসহ অন্য আসামিরা ছিনতাইয়ের পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা রিজন রাহাতের কাছ থেকে অস্ত্র সরবরাহ নেয়। পরে তারা নগদকর্মী তুহিনের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখে, যাতে কেউ সন্দেহ না করে। ১৪ মার্চ নগদের ডিস্ট্রিবিউটর মামুনুর রহমান, মাঠকর্মী ইয়াকুব ইসলাম বিশাল ও তুহিন হোসেন পাবনা মার্কেন্টাইল ব্যাংক থেকে টাকা তোলেন। পরে তাঁরা মোটরসাইকেলে আতাইকুলা ও সাঁথিয়া থানা এলাকায় টাকা সরবরাহ করতে যান।

দুপুর ১২টার দিকে তাঁরা পাবনা-ঢাকা মহাসড়কে পৌঁছলে মোটরসাইকেলে থাকা তিনজন অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর শিস ইসলাম, রাহাত ও রায়হান পথ পরিবর্তন করে চলে যায়। আর বাঁধন ও তানভির মহাসড়ক দিয়ে পাবনার দিকে যায়। পরে তারা আতাইকুলা থানার শ্রীপুর বাজারের পাশে একটি ধানক্ষেতে মিলিত হয়ে ছিনতাই করা টাকা ভাগাভাগি করে নেয়।

আরও পড়ুন

×