গরমে উত্তাপ ছড়াচ্ছে চার্জার ফ্যানের দাম

চার্জার ফ্যান কিনে বাড়ি ফিরছেন দুই নারী - সমকাল
মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ১০:৩৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ১০:৩৫
তাপমাত্রার সঙ্গে দেশজুড়ে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। গরম আর লোডশেডিংয়ে ওষ্ঠাগত প্রাণ। এ সুযোগকে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন ব্যবসায়ীরা। চার্জার ফ্যানের দাম এক লাফে দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন তারা। আর তাপদাহে অতিষ্ঠ হওয়া মানুষ বাধ্য হয়ে বেশি দামেই এসব চার্জার ফ্যান কিনছেন।
বুধবার চাঁদপুরের মতলব উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ইলেকট্রনিক্সের দোকানে চার্জার ফ্যান কেনার হিড়িক। সেই সুযোগে ২ হাজার টাকার চার্জার ফ্যান বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ৬ হাজার টাকায়।
দোকানিরা বলছেন, চাহিদা বেশি থাকায় দামও বেশি। এখানে তাদের কিছু করার নেই।
এদিকে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি লোডশেডিং বেড়ে যাওয়ার কারণে ঈদের কেনাকাটা কমিয়ে হলেও চার্জার ফ্যান কিনছেন বলে জানান অনেক ক্রেতা।
আজ বুধবার সকালে চার্জার ফ্যান কিনে ফেরার পথে লুধুয়া গ্রামের নিপা আক্তার ও আসমা বেগমের সঙ্গে কথা হয়। তারা জানান, ৬ হাজার টাকা করে ১২ হাজার টাকায় দুটি চার্জার ফ্যান কিনেছেন। এজন্য তাদের ঈদের কেনাকাটায় কিছু কাটছাট করতে হয়েছে।
এ সময় সাড়ে ৩ হাজার টাকার চার্জার ফ্যান ৬ হাজার টাকায় কিনতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ওই দুই নারী।
মতলব বাজারের ইলেক্ট্রিক ব্যবসায়ী আল মামুন বলেন, তীব্র তাপদাহের কারণে কোম্পানিগুলো ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছে। আর চাহিদা অনুযায়ী মালও পাচ্ছি না। এক সপ্তাহের ব্যবধানে ২ হাজার ৩০০ টাকার চার্জার ফ্যান ৫ হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব জোনাল অফিসের ডিজিএম শহিদুল ইসলাম জানান, উপজেলায় প্রতিদিন ১১ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। কিন্তু আমরা পাচ্ছি মাত্র ৬ মেগাওয়াট। এ হিসেবে ১ ঘণ্টা পর পর লোডশেডিং করতে হচ্ছে।
এদিকে লোডশেডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দ্বিগুণ দামে ফ্যান বিক্রি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস জানান, বাজার মনিটরিং করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।