ডুলাহাজারা সাফারি পার্কের সীমানা প্রাচীর ভেঙে বন্য হাতির তাণ্ডব

চকরিয়া (কক্সবাজার) কক্সবাজার
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ১৩:৫৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ১৩:৫৭
পার্ক কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে দলছুট ওই বন্যহাতি জঙ্গলের দিকে পার্কের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় হাতিটি নবনির্মিত পাখির বেস্টনিসহ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলে। হাতিটিকে তাড়াতে রাতেই সক্রিয় হন পার্কের কর্মকর্তা-কর্মচারীরা। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাঁরা হাতিটিকে তাড়াতে সক্ষম হন।
পার্ক কর্তৃপক্ষের অভিমত, সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসতবাড়ি নির্মাণসহ নানা কারণে বন্যহাতি খাদ্য সংকটে ভুগছে। এ কারণে মাঝে মাঝে সাফারি পার্কের সীমানা প্রাচীর ভেঙে বন্যহাতি পার্কের ভেতর খাবারের সন্ধানে ঢুকে পড়ে।
হাতির তাণ্ডবে ওই সময় পার্কের বিভিন্ন ফলদ ও বনজ গাছসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয় বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম দাবি করেছেন, হাতির তাণ্ডবে বিভিন্ন স্থাপনার অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে পার্কের কর্মচারীরা হাতিটি তাড়াতে সক্ষম হলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন