ঈদে ফরিদপুরে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ

ফরিদপুর অফিস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ২১:৫৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ২২:০৩
ঈদ উপলক্ষে ফরিদপুরে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদের অনুষ্ঠানাদি শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে করতে এই গণবিজ্ঞপ্তি জনস্বার্থে ঘোষণা করা হয়েছে।
এতে বলা হয়, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এবং মানুষের দুর্ভোগ লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বিষয় :
- ঈদ
- আতশবাজি
- পটকা
- উপজেলা প্রশাসন
- গণবিজ্ঞপ্তি