সিলেট নগরীতে ৫ শতাধিক ঈদের জামাত, তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩ | ০০:২৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ | ০০:২৬
এরই অংশ হিসেবে ঈদ জামাতে ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটাল ডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ দিয়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর প্রধান ঈদের জামাতস্থল ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকে এসব তথ্য জানান।
এসএমপি কমিশনার সাংবাদিকদের জানান, পুলিশ নগরীতে তিন স্তরে নিরাপত্তা দেবে। ঈদের দিন এবং পরদিন সিলেট মহানগরীতে বিশেষ এ নিরাপত্তা থাকবে।
ঈদগাহ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) সুদীপ দাস, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন উপস্থিত ছিলেন।